চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শেখ হাসিনার শোক

জিয়াং জেমিন ৯৬ বছর বয়সে মারা যান। তার ১০ বছরে চীন অর্থনৈতিকভাবেও অভূতপূর্ব উন্নতি করে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2022, 06:53 PM
Updated : 1 Dec 2022, 06:53 PM

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক চিঠিতে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনাও শোকাহত পরিবারের সদস্যদের সাথে রয়েছে এবং তারা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আমরা সেই প্রার্থনা করি।

“আমরা বাংলাদেশে এই শোকের সময়ে চীনের সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে আছি।”
জিয়াং জেমিন ৯৬ বছর বয়সে বুধবার দুপুরে নিজ শহর সাংহাইয়ে মারা যান।

১৯৮৯ সালে তিয়ানআনমেনে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর ‘চীনের রক্তাক্ত দমনপীড়নের’ পর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন জিয়াং।

তবে তার আমলে চীন আগের তুলনায় অনেক বেশি উদার হয়েছিল, কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরও উন্নতি ঘটেছিল। জিয়াংয়ের ১০ বছরে চীন অর্থনৈতিকভাবেও অভূতপূর্ব উন্নতি করে।

বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত উন্নয়ন অংশীদার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে শক্তিশালী হয়েছিল।

এই সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।