সিটের উপরে লাগেজ রাখার কেবিনে কালো টেপ মোড়ানো দুটি পোটলায় ছিল ৩৮টি সোনার বার।
Published : 03 Jul 2024, 12:57 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাম এয়ারেরর একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা পেয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বুধবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৭ বুধবার ভোর সাড়ে ৫টায় শাহজালালে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে সিটের উপরে লাগেজ রাখার কেবিনে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ মোড়ানো দুটি ভারী পোটলা পাওয়া যায়।
পরে টেপ কাটা হলে দুই পোটলায় মোট ৩৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম; আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করস সম্ভব হয়নি। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা প্রদীপ জানিয়েছেন