সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক হতে পারে বলে সরকারের তরফে আশা করা হচ্ছে।
Published : 03 Apr 2025, 10:08 AM
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সরকারপ্রধানের দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।
এবারের বিমসটেক সম্মেলন শুরু হয়েছে ২ এপ্রিল। শুক্রবার রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনের শীর্ষ বৈঠকে যোগ দেবেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নিতে তিনি ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি অংশ নেবেন।
সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক হতে পারে বলে সরকারের তরফে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা সঙ্কট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এবারের বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেওয়া হবে। এগুলো হল– ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা; ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।
এবারের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খলিলুর রহমান জানান।
এবারের শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিমসটেকের সভাপতির দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ। খলিলুর রহমান বলেন, এ দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ‘বাস্তবসম্মত উপায়ে’ আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে।