দোয়া মাহফিলসহ ১৫ দিনের নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Published : 16 Sep 2024, 02:38 PM
ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে সারা দেশে।
সোমবার দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ ১৫ দিনের নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযতর মুহম্মদ (সা.)। তার শাহাদৎ বার্ষিকীও একই দিনে। হিজরি পঞ্জিকা অনুযায়ী এ দিনটিকেই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন বাংলাদেশের মানুষ। সরকারি ছুটিও থাকে এদিন।
রোববার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনাও দেয়া হয়।
এদিন এশার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদে মিলান্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।
সোমবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যানে ‘আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’র ব্যবস্থাপনায় শান্তি মহাসমাবেশ ও সেমিনার আয়োজন করা হয়।
দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ পর্যন্ত তারা শোভাযাত্রা নিয়ে বের হয়।
দুপুরে মিরপুর ১ নম্বরে মাইজভাণ্ডারী আস্তানায় গাউছিয়া রহমান মন্জিল মাইজভাণ্ডার শরীফের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। তাদেরও দিনব্যাপী আয়োজন শুরু হয় ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
এছাড়া সকাল ১০টায় পুরানা পল্টন এলাকায় রেজভীয়া দরবার শরীফের আয়োজনে জশনে জুলুশের ব্যানারে শোভাযাত্রা করতে দেখা যায়।
৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।