উদ্ধার করা অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস এর কাছে হস্তান্তর করা হয় বলেও উল্লেখ আছে সেই বিজ্ঞপ্তিতে।
Published : 06 Sep 2024, 12:26 AM
আওয়ামী লীগ সরকারের পতনের দিন সংসদ ভবন এলাকায় দুই সেনা সদস্যের ল্যাপটপ নিয়ে হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ব্যাকগ্রাউন্ড ভয়েজে যে অভিযোগ করা হয়েছে সেটি অসত্য বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ অগাস্ট উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকরা হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ওইদিনই উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
আইএসপিআর জানায়, সেদিন লুট হওয়া একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার সেনা সদস্যের কাছে হস্তান্তর করে কয়েকজন সচেতন নাগরিক। সেটি কাছের সেনা ক্যাম্পে জমা করেন সেই সেনা সদস্য।
পরে উদ্ধার করা অন্যান্য সামগ্রীর সঙ্গে সেই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস এর কাছে হস্তান্তর করা হয় বলেও উল্লেখ আছে সেই বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাওয়া সেনাসদস্যকে দেখা যায়। সেদিন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সংসদ ভবনেও লুটতরাজ চলেছিল। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ভয়েজে দাবি করা হয়, দুইটি ল্যাপটপ সেনাসদস্য অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে।
আইএসপিআর বলছে, “দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”