উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে দুটি রুলি ওই যাত্রীকে বুঝিয়ে দেওয়া হয়।
Published : 13 Jan 2025, 10:02 PM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর খোয়ানো প্রায় ৪ লাখ টাকা দামের দুটি সোনার বালা (রুলি) পেয়ে সেটি ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
সোমবার রাতে বাংলাদেশ বেসয়ামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ১২টার দিকে বিমানবন্দরে এভসেক সদস্য টহল দেওয়ার সময়ে আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় একটি বাক্স দেখতে পান।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে জানানো হয়। কিন্তু মালিক শনাক্ত না হওয়ায় বাক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়।
পরে সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, বাক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলে ফেলে এসেছেন।
এরপর ওই যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে দুটি রুলি ওই যাত্রীকে বুঝিয়ে দেওয়া হয়।
বিমানবন্দরে যেকোনো জিনিস হারানো গেলে বা যেকোনো তথ্যের জন্য ১৩৬০০ নম্বরে অথবা ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।