বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে সমীর চন্দকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 07 Oct 2024, 09:45 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুলাল সরদার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সৈয়দ ইমরুল সাহেদ।
এ সময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান।
গত শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ সমীর চন্দকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে সমীর চন্দকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুলাই সকালে বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ নিহত হন মো. দুলাল সরদার।
এই ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলার আবেদন করলে সেটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য বাড্ডা থানাকে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।
মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।