খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

একটি দাওয়াতে অংশ নিয়ে রাতে তিন বন্ধু ফিরছিলেন এক মোটর সাইকেলে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2022, 05:25 AM
Updated : 19 Nov 2022, 05:25 AM

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটর বাইক আরোহী তিন যুবক।

শনিবার ভোররাতে নিহত এই তিনজন পরস্পরের বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেদী হাসান (৩৫), জজ মিয়া (২৮) ও আল-আমিন (৩৫)। তারা এক মোটর সাইকেলে ছিলেন।

ওসি বলেন, “আমরা জেনেছি, তাদের মোটর সাইকেলটিকে একটি ট্রাক বা লরি ধাক্কা দেয়, ফলে তারা ছিটকে পড়ে।”

রাতে ওই তিন যুবক বেশ কিছুক্ষণ ফ্লাইওভারেই পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে বলেন, তিন যুবকই মারা গেছেন।

মেহেদী, জজ ও আল আমিনের বাসা মুগদার উত্তরপাড়া এলাকায়। তাদের মধ্যে দুজন চাকরিজীবী, একজন ব্যবসা করেন।

তারা একটি দাওয়াত থেকে বাসায় ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।