প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই বৃক্ষ রোপন কর্মসূচি নিয়েছে সংস্থাটি
Published : 03 Apr 2023, 06:35 PM
বেসরকারি প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন তাদের ৩১তম বার্ষিকী উদযাপন করবে ৩ হাজার ১০০টি গাছ রোপনের মাধ্যমে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ১ এপ্রিল।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শক্তি ফাউন্ডেশন জানিয়েছে, দেশের ৫৫টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতায় ডিসি অফিস চত্বরে অথবা নির্দিষ্ট জাগায় বিভিন্ন জাতের ৩ হাজার ১০০টি গাছের চারা রোপন করা হবে।
মাসব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসেবে, রোববার ফেনী, নাটোর, বগুড়া ও নেত্রকোণা জেলায় এ পর্যন্ত ৩১০টি গাছ লাগানো হয়েছে। চলতি সপ্তাহে আরও ৩৩টি জেলায় বৃক্ষ রোপন করা হবে।
শক্তি ফাউন্ডেশন জানিয়েছে, বৃক্ষ রোপন কর্মসূচিতে নাটোরে জেলা প্রশাসক শামীম আহমেদ, বগুড়ায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ফেনীতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও নেত্রকোণায় নেজারত ডেপুটি কালেক্টর মো. মেহেদী হাসানসহ শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।