অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
Published : 19 Feb 2024, 01:44 PM
ঢাকার মিরপুর ১২ নম্বরে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার পর সোয়া এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট সেখানে গিয়ে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।