তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।
Published : 10 Feb 2024, 03:59 PM
পুরান ঢাকার আলুবাজার ও বাবুবাজারের দুটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, রাত ৯টার দিকে পুরান ঢাকার আলুবাজারে আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি জুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাছাকাছি সময়ে বাবুবাজারের ‘লায়ন টাওয়ারের' সপ্তম তলায় কাপড়ের গুদামে আগুন লাগে উল্লেখ করে খালেদা ইয়াসমিন বলেন, দুই ঘটনাতেই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনও হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)