১৯ জুলাই দুপুরে বাসায় ফেরার পথে বাড্ডায় সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।
Published : 13 Aug 2024, 11:54 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হওয়া এক পোশাক শ্রমিক মারা গেছেন ২৫ দিন পর।
ঢাকা মেডিকেলের আইসিইউতে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় বলে বাড্ডা থানার এসআই গোলাম পারভেজ জানিয়েছেন।
৪০ বছর বয়সী শাহ্ আলম কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। ঢাকার রামপুরায় স্ত্রী-সন্তান নিয়ে থাকছিলেন।
তার বড় ভাই আবু তাহের জানান, গত ১৯ জুলাই দুপুরে আধাবেলা ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শাহ্ আলম। উত্তর বাড্ডায় এলাকায় চলা সহিংসতার মধ্যে পড়ে গেলে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আইসিইউতে থাকাবস্থায় ভোরে মারা গেলে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যান স্বজনেরা।