একইভাবে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, তাদের বদলি চায় ইসি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তার কর্মস্থলে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে গোয়েন্দা গুলশান বিভাগে বদলি করা হয়েছে। গুলশান গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মশিউর রহমানকে লালবাগ গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে মতিঝিল গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
আর উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমানকে উপ-পুলিশ কমিশনার ওয়েলফেয়ার আ্যন্ড ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।