উচ্চ মাধ্যমিকে বসেছে ১২ লাখ শিক্ষার্থী

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার বাড়তি নজরদারি থাকছে, ডেঙ্গু নিয়েও আছে সতর্কতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2022, 05:01 AM
Updated : 6 Nov 2022, 05:01 AM

কোভিড মহামারী ও বন্যার কারণে সাত মাস বিলম্বিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ১২ লাখের বেশি শিক্ষার্থী। 

রোববার বেলা ১১টায় দেশের ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগেই ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

প্রথম দিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ ও কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা পরীক্ষা হচ্ছে। 

এসএসসির মত এবার এইচএসসিতেও পরীক্ষা নেওয়া হচ্ছে বেলা ১১টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে।  

Also Read: এইচএসসি: ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা আলাদা ব্যবস্থায়, লোডশেডিং বন্ধে চিঠি

তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। 

সব মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়ার কথা, যাদের ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং বাকি ৫ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী। 

গত বছর উচ্চ মাধ্যমিকে অংশ নেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। তার মানে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় দুই লাখ। 

  • নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৬৪৭টি প্রতিষ্ঠানের ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন পরীক্ষা দিচ্ছে। তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে ১ হাজার ৫২৮টি কেন্দ্রে। 

  • বিজ্ঞান বিভাগে ২ লাখ ৪০ হাজার ৫০৬ জন, মানবিক বিভাগে ৫ লাখ ৫৭ হাজার ৬৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন পরীক্ষা দিচ্ছে।

  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৪৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২ হাজার ৬৭৮টি প্রতিষ্ঠানের ৯৪ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী।

  • কারিগরি শিক্ষা বোর্ডের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে ১ হাজার ৮৫৬টি প্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৯৩১ জন শিক্ষার্থীর। 

  • দেশের বাইরের আটটি কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থী রয়েছে। 

গত বছরের মত এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। 

সংক্ষিপ্ত সিলেবাসে দুই ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে ২০ মিনিট, সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট। 

এবার পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি ও গ্রুপভিত্তিক নৈর্বচনিক তিনটি বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়ে। 

পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। 

এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেগুলোতে ৪৫ নম্বরের (রচনামূলক ৩০ ও নৈর্ব্যক্তিক ১৫ নম্বর) এবং ব্যবহারিক না থাকলে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০ ও নৈর্ব্যক্তিক ১৫) পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। 

মানতে হবে যেসব নির্দেশনা 

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পারবে না। 

শারীরিক প্রতিবন্ধকতা আছে- এমন শিক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে পারবেন, তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় থাকবে। 

পরীক্ষার জন্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।