স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অস্ত্রটি উদ্ধার করেছে সেনাবাহিনী।
Published : 09 Aug 2024, 07:22 PM
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে একটি ‘শটগান’ উদ্ধার করেছে সেনাবাহিনী।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুরে সেটি উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার মো. নিজাম উদ্দিন জানান।
স্থানীয়রা জানান, ‘শটগানটি’ রাস্তার পাশে পেয়ে দুই শিশু তাদের বাসার ছাদে নিয়ে যায়। অস্ত্র নাড়াচাড়ার সময় সেটি থেকে একটি গুলিও বের হয়।
ওয়ারেন্ট অফিসার নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলি বের হওয়ার শব্দ পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে অস্ত্রটি উদ্ধার করা হয়।”
কোটা সংস্কার থেকে সরকারপতনের গণআন্দোলনের আগে-পরে বিভিন্ন থানায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। ফলে জীবন বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ও কর্মস্থল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও লুটপাটের খবর আসছে।