এস কে সুর ডেপুটি গভর্নর থাকার সময় পি কে হালদারের ঋণ কেলেঙ্কারি ঘটে। তার বিরুদ্ধে পি কে হালদারকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
Published : 20 Feb 2025, 04:55 PM
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এসব হিসাবে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে। আদালত সুর পরিবারের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের আদেশও দিয়েছে।
একটি ফ্ল্যাট সেগুনবাগিচায়; যেটি ১৫০০ বর্গফুটের। ধানমন্ডিতে থাকা ফ্ল্যাটটি ৪৪০০ বর্গফুটের।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস কে সুরের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। নিয়মিত মামলা করার আগেই তারা অবৈধ সম্পত্তি স্থানান্তর করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তিনি ডেপুটি গভর্নর থাকার সময় ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আলোচিত ব্যাংকার পি কে হালদারের তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এস কে সুরের বিরুদ্ধে পি কে হালদারকে সহযোগিতা করার অভিযোগ ছিল।
এর আগে পি কে হালদারের কেলেঙ্কারিতে নাম আসায় ২০২১ সালের জুলাইয়ে এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর।
এর আগে ১৫ মার্চ হাই কোর্ট এক এক আদেশে প্রশ্ন তোলে এস কে সুর চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।
২০২২ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে নিয়ে আর খবর আসেনি গণমাধ্যমে।
এর মধ্যে গত ১৪ জানুয়ারি দুদকের এক মামলায় এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন