ওই যাত্রী কুয়েত থেকে ঢাকায় আসেন।
Published : 08 Feb 2025, 03:54 PM
চার্জার লাইটের ভেতরে করে আনা ২ কেজি ১০০ গ্রাম সোনাসহ এক যাত্রী ধরা পড়েছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে।
শনিবার সকাল ৬টায় কুয়েত থাকা আসা যাত্রী সজিব হোসেনকে সোনাসহ আটক করা উদ্ধার করা হয় জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন।
তিনি জানান, বিমানবন্দর কাস্টমসের ‘ডি শিফট’ চলাকালে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে (জে-৯৫৩৩) আসেন সজিব। ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেলে তার সব ব্যাগ স্ক্যানিং করা হয়। এসময় একাধিকবার স্ক্যানিং করে দুটি চার্জার লাইটের ভেতরে সোনার অস্তিত্ব ধরা পড়ে।
পরে চার্জার লাইট দুটি ভেঙে আটটি সোনার পাত উদ্ধার করা হয়, যেসবের ওজন ২ কেজি ১০০ গ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআর