মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে এদিন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Published : 20 Sep 2024, 11:43 AM
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
শুক্রবার ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মশিউরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ‘দাপুটে ডিসি’ হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানান রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মশিউরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।”
ডিবির লালবাগ বিভাগে উপ কমিশনার (ডিসি) থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন মশিউর। তবে নতুন পোস্টিং না হওয়ায় তিনি ৫ অগাস্ট পর্যন্ত লালবাগ বিভাগের উপ কমিশনার (গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকার পতনের পর মশিউরকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
মশিউর রহমান দীর্ঘদিন ডিবি গুলশান বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালে তাকে গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের (গোয়েন্দা) দায়িত্ব দেওয়া হয়।
২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক পেয়েছিলেন সাবেক ডিবি কর্মকর্তা মশিউর।
কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সেম্প্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ দেওয়া হয় এই কর্মকর্তাকে। এছাড়া ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।