অপরিণামদর্শী লেখকের ভুলের দায় সম্পাদক হিসেবে নিজের কাঁধে নিয়ে অধ্যাপক জাফর ইকবাল মহত্বের পরিচয় দিয়েছেন এবং দায়িত্বহীনতা ও খামখেয়ালের লীলাভূমি এই বঙ্গদেশে ভুল স্বীকারের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অস্ট্রিয়ান ধারার অর্থনীতিবিদদের মতে, পৃথিবীকে এমন একটি অবস্থায় নিয়ে আসার মূল কারণ, ফিয়াট মানির মতো একটি জঘন্য মুদ্রা এবং একটি চরিত্রহীন অর্থব্যবস্থা যা সঞ্চয় নয়, ঋণকে অর্থনীতির ভিত্তি বলে মনে করে।