১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। বিসিএস একাডেমি, পুলিশ স্টাফ কলেজ, আনসার একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার অব জেনোসাইড স্টাডিজ, ডিটেকটিভ ট্রেনিং স্কুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ও অতিথি বক্তা হিসেবে পাঠদান করেন। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার আন্দোলনের সঙ্গেও জড়িত। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘নন্দিত শৈশব এবং বাংলাদেশের কিশোর অপরাধ ও গ্যাং কালচার’ ও ‘টেক্সটবুক অন ক্রিমিনোলজি’।
গত ১৬ জুলাই থেকে ঢাকা শহর ও ঢাকার বাইরে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়ে গেল, রাষ্ট্রীয় অনেকগুলো স্থাপনা যেভাবে ধ্বংস করা হলো, যেভাবে মাসুম শিশু ও নিরপরাধ শিক্ষার্থীদের খুন করা হলো, সেটি বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে নজিরবিহীন এক বর্বরতা ও নিষ্ঠুরতা।