০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

মোহাম্মদ আমিনুল ইসলাম

মোহাম্মদ আমিনুল ইসলাম

বর্তমানে কর্মরত আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিম বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে। এর আগে কাজ করেছেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। শিক্ষকতায় আসার আগে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করেছেন ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি স্টার’, ‘ঢাকা ট্রিবিউন’, ‘ডেইলি সান’ ও টেলিভিশন চ্যানেল ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’-এ। স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগ থেকে। এছাড়া পড়াশোনা করেছেন ভারতের চেন্নাইতে অবস্থিত এশিয়ান কলেজ অব জার্নালিজমে। বর্তমানে জনস্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করছেন। প্রস্তুতি নিচ্ছেন জনস্বাস্থ্য ও যোগাযোগ বিষয়ে পিএইচডি পর্যায়ে উচ্চতর গবেষণার।  তার গবেষণার ক্ষেত্রগুলো হলো কমিউনিকেশন ইন হেলথ কেয়ার, পাবলিক হেলথ কমিউনিকেশন, মেন্টাল হেলথ, সোশ্যাল নিউরোসায়েন্স ও সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইস।