শান্তিচুক্তির গল্প সব নাটক। সমঝোতার নামে সব নাটক। ফিলিস্তিনে একটাই পথ, সেটা হলো বন্দুকের নল।
Published : 20 Oct 2023, 05:08 PM
ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রাম আরব বিশ্বের অনেক পুরনো ক্ষত। যদিও বলা হয়, ১৯৪৮ সাল থেকে ইসরাইল দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে, কিন্তু মূলত তার অনেক আগ থেকেই ইহুদিরা মুসলমানদের উচ্ছেদ করে আসছিল। ১৯৩৬ সালের ফিলিস্তিনি আরব বিদ্রোহ এর বড় প্রমাণ। এই দীর্ঘ সময়ে ফিলিস্তিনিদের সংগ্রাম জায়গা করে নিয়েছে আরবি সাহিত্যে। কবিতা হয়ে ওঠেছে দ্রোহ ও ক্ষোভ প্রকাশের মাধ্যম। ফিলিস্তিনিদের নানা সময়ে নানা দেশের কবিরা কবিতা লিখেছেন। বিডিআর্টস-এর পাঠকদের জন্য চারটি আরব দেশের নির্বাচিত চারজন কবির বিখ্যাত কবিতা অনুবাদ করেছেন নাজমুস সাকিব। বি.স.
শহীদ
শহীদ আবদুর রহিম মাহমুদ (ফিলিস্তিন)
হাতের তালুতে করে নিয়ে যাব আমার প্রাণ,
তারপর ছুঁড়ে ফেলব ধ্বংসের উপত্যকায়।
হয়তো প্রিয়জনকে খুশি করার মত জীবন,
কিংবা শত্রুকে ক্রোধান্বিত করার মত মৃত্যু।
সম্মানী মানুষের জীবনের দুটি চাওয়া,
হয় লক্ষ্য অর্জন নয় জীবন বিসর্জন।
বেঁচে থাকার মানে কী? বেঁচে থাকাই স্বার্থক নয়
যদি শত্রুকে ভয় দেখাতে না পারি।
শত্রুর মুখে ছুঁড়ে দেব আমার প্রাণ,
আমার হৃদয় হবে লোহা এবং অগ্নিশিখা।
আমার জাতিকে আমি রক্ষা করব তলোয়ারের ধার দিয়ে।
তখন তারা বলবে, আমিই প্রকৃত বীর।
ফিলিস্তিন
মাহমুদ তাহা (মিসর)
বন্ধু! অত্যাচারীরা সীমা ছাড়িয়ে গেছে।
যুদ্ধ আর জীবন দেয়ার এখনই সময়।
ওদের কি আমরা ছেড়ে দিব?
ওরা ছিনিয়ে নিচ্ছে আমাদের আরব পরিচয়, পূর্বপূরুষের নেতৃত্ব ও সম্মান।
হে বীর আরব! কাল নয়, আজই যুদ্ধে যাবার সময়।
বন্ধু, প্রাচ্যের সবাই এগিয়ে এসেছে,
মিথ্যাকে প্রতিহত করে সত্যকে ছড়িয়ে দিতে।
বন্ধু, কুদসে আছে আমাদের বোন,
নরাধমরা তাদের জবাই করতে ছুরি বানিয়েছে।
বন্ধু! মুসলিম ও খ্রিস্টানদের কিবলায় চলো।
আমরা একসাথে মসজিদ ও গির্জা রক্ষা করব।
ফিলিস্তিন! তোমাকে রক্ষা করবে আমাদের বুক
হয় জীবন না হয় মরণ।
আমার একটি বন্দুক চাই
নিযার কোব্বানী (সিরিয়া)
আমার একটি বন্দুক লাগবে।
মায়ের আংটি বেঁচে দিয়েছি, শুধু একটি বন্দুকের জন্য।
আমার ওয়ালেট বন্ধক রেখেছি, শুধু একটি বন্দুকের জন্য।
যে ভাষা আমি শিখেছি, যে বই আমি পড়েছি,
যেসব কবিতা আমি মুখস্থ করেছি
একটা বন্দুকের সামনে এগুলোর এক দিরহাম মূল্যও নেই।
এখন আমার একটি বন্দুক হয়েছে, আমাকে ফিলিস্তিন নিয়ে যাও।
আমাকে নিয়ে যাও প্রাসাদতুল্য দুঃখভরা টিলাগুলোতে,
হে বিপ্লবীরা!
কুদসে, খলিলে, বিসান, ও আগওয়ারে।
এবং বেথেলহেমে, যেখানে তোমরা ছিলে, হে স্বাধীনতাকামীরা!
এগিয়ে চলো, এগিয়ে চলো।
শান্তিচুক্তির গল্প সব নাটক। সমঝোতার নামে সব নাটক।
ফিলিস্তিনে একটাই পথ, সেটা হলো বন্দুকের নল।
হে কুদস! ক্ষমা করো
আহমাদ মাতার (ইরাক)
হে কুদস! হে প্রিয়!! ক্ষমা করো আমায়।
আমার দুটি হাত নেই,
আমার কোনো অস্ত্র নেই।
যুদ্ধ করার মত মাঠ নেই।
আমার যা আছে তা হলো ভাষা।
আর কথার দাম অনেক বেশি হে প্রিয়!
অথচ মৃত্যু খুব সস্তা।