আমাকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে একদিন আলতো করে চিবুক ছুঁয়ে দিয়েছিলেন সেদিন সারারাত ঘুমোতে পারিনি, বারবার আমি শুধু মরে যেতে চেয়েছিলাম।
Published : 20 Nov 2023, 04:58 PM
অদ্ভুত সুন্দরের কাছে এলে কেমন যেন মরে যেতে ইচ্ছে করে
শৈশবে মায়ের স্নানঘরে কান পেতে শুনেছি অবিরল জলের গান।
যেভাবে ছলচ্ছল শব্দে বয়ে যায় মন্দাকিনী!
স্নান সেরে ভোরের দেবী এয়োসের মতন মা এসে দাঁড়াতেন বারান্দায়।
মায়ের চুল থেকে টুপটাপ ঝরে পড়া জলফুল কুড়োতে কুড়োতে আমি মরে যেতে চেয়েছিলাম!
অদ্ভুত সুন্দরের কাছে এলে কেমন যেন মরে যেতে ইচ্ছে করে
কৈশোরে দেখেছি সদ্যোজাত সহোদরার নীল চোখ—দুধসাদা মুখ।
লিলির মৃদু ঘ্রাণ নিয়ে যেন এজিয়ান সাগর থেকে ভেসে এসেছে জীবন্ত ওফেলিয়া।
ওর দুধসাদা মুখ, নীল চোখ আর পেজা তুলোর মতন নরম হাত দেখে আমি কেবল মরে যেতে চেয়েছিলাম!
অদ্ভুত সুন্দরের কাছে এলে কেমন যেন মরে যেতে ইচ্ছে করে
কলেজে হায়ার ম্যাথ পড়াতেন রমা রায়
যার হাসিতে ক্যালকুলাস নিউটন—লিবনিজ হয়ে ঝরে ঝরে পড়ত
হায়ার ম্যাথ বুঝিনি, দেখেছি মেয়েলি হাতে জীবনানন্দের সকরুণ শঙ্খ
আমাকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে একদিন আলতো করে চিবুক ছুঁয়ে দিয়েছিলেন
সেদিন সারারাত ঘুমোতে পারিনি, বারবার আমি শুধু মরে যেতে চেয়েছিলাম।
অদ্ভুত সুন্দরের কাছে এলে কেমন যেন মরে যেতে ইচ্ছে করে
মিসেনিয়ান আকাশের তারার মতন হিমঘরে শুয়েছিল শুচিস্মিতা
নেক্রোফোবিক সেইসব রাতে আমার সাথে জেগেছিল নির্জন প্রেমিকের সেতার
বেহাগ—চারুকেশী
জেগেছিল লাসার সবগুলো প্যাগোডা, ফ্রিডম্যানের ‘ভ্যালি অব ইটার্নিটি’
সুরের গভীরে তলিয়ে যেতে যেতে রাত্রির অনুভবে নিজেকে জেনে
এইসব টুকরো টুকরো মৃত্যু ছুঁয়ে একটি বারের জন্যে হলেও আমি পুরোপুরি মরে যেতে চেয়েছিলাম!