বিভিন্ন বর্ণের এবং আকৃতির হয়েই তারা যেন আমার রূপান্তর
Published : 31 Oct 2023, 07:00 PM
পূজারী-০১
মহাকালের হেমন্তে পাতা ঝরে
দৃশ্যান্তরে জেগে আছে বরফউষ্ণ নক্ষত্ররাজি
দিনগুলো সমাহিত, ব্যাপ্ত, উজ্জ্বল—
অনেক স্বপ্নের ভীড়ে মৃত্যুর আকাঙ্ক্ষাও ছিল না অব্যক্ত
নিরাকারে সমাধি নিতে গিয়ে জেনেছি— ব্যাপ্ত তুমি,
রঙিন পাতার ভীড়ে দেখি শুধু তোমার অধিষ্ঠান…
ব্রুকলিন, নিউইয়র্ক, অক্টোবর ১৫, ২০২৩
পূজারী-০২
বিদায় সম্ভাষণ না জানিয়ে জাগ্রত হয়ে আছে
আমাদের প্রস্থান।
সাবওয়ে ট্রেনে ঘুমই যেন আমার অস্তিত্ব
অনেক নক্ষত্রের ভীড়ে আমাদের যাত্রা
ক্যেয়জপূর্ণ মহাবিশ্বে নেই তার কোনো সমাহিতি
আমার ধমনী আর শিরায় ধাবমান ট্রেন,
সেই ধাতব শব্দের সাথে মিশে আছে রাগ দুর্গা
ওস্তাদ সালামত আলি খান সাহেবের মতো
আমারও বুঝি হেমন্তঘুম এলো
তার আগে দেখে নেই যাত্রীদের ওঠা-নামা —
বিভিন্ন বর্ণের এবং আকৃতির হয়েই তারা যেন আমার রূপান্তর
আমি তো সাকার পূজারী…আর এই আমার তীর্থযাত্রা,
ঘুমের মধ্যে জেগে থাকে আমার অন্তিম প্রণতি…
ব্রুকলিন, নিউইয়র্ক, অক্টোবর ১৭, ২০২৩
পূজারী-০৩
হারিয়ে ফেলেছি ট্রেন হেমন্তঅরণ্যে
রঙিন পাতা কুড়োতে কুড়োতে
আবার এসেছি ফিরে আমার প্রিয় নগরী—নিউইয়র্কে
যেখানে সাবওয়ে ট্রেন আমার ধ্মনীর বিষণ্ণতায় জাগে
স্কাইস্ক্রাপারে সূর্যের শেষ আলো নিভে গেলে মনে হয়
এইভাবে চলে গেছে সরীসৃপেরা একদিন
পানশালার নির্জন প্রান্তে বিয়ারের গ্লাসে বুদ্বুদ
মেপে চলে কাল, মহাকাল
কে আছে দ্বীপান্তরে …
রাতভর পাতাঝরার শব্দে উৎকণ্ঠিত আমি
অতি প্রত্যূষে জেনে গেছি তোমার প্রস্থান…
ব্রুকলিন, নিউইয়র্ক, অক্টোবর ১৮, ২০২৩