আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
Published : 08 Mar 2024, 09:20 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে চলছে পাঁচ তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে প্রদর্শনী ‘বোধ’।
শুক্রবার বিকালে এ প্রদর্শনী উদ্বোধন করেন সাধু নাজমুল তপন ও মোহাম্মদ মোতাহার, যাদের ঘিরে প্রদর্শনীর ছবিগুলো তোলা হয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া পাঁচ তরুণ আলোকচিত্রী হলেন আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন। আর প্রদর্শনীর কিউরেট করেছেন তানজিমুল ইসলাম।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী কে এম আসাদের তত্ত্বাবধানে দুই মাসের প্রশিক্ষণ শেষে পাঁচ আলোকচিত্রীর তোলা বিভিন্ন ছবি নিয়ে এ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।
আলোকচিত্রী কে এম আসাদ বলেন, এই পাঁচ আলোকচিত্রী দুই মাসে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়কে গভীরভাবে দেখতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়।এ প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রীরা তাদের নিজেদের জীবনের কাছাকাছি একেকটি গল্প বলার চেষ্টা করেছেন।
“যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভিতর দিয়ে তিনি নিজে গিয়েছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটা প্রকাশ করার।”
প্রদর্শনীতে পাঁচ আলোকচিত্রীর মোট ৩৩টি ছবি স্থান পেয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।