পতঙ্গপ্রাণ দূর্বাঘাসের জমিয়ে রাখা সংগীতটির টানে, এই বাংলাভূমিতে,
Published : 16 Dec 2024, 03:27 AM
ভুলে যেতে চাই নিজেকে কিন্তু ’৭১ এসে মনে করিয়ে দেয় আমার জন্মটিকে,
বা চেয়েছি ’৭১-কেই ভুলে যেতে কিন্তু আমার জন্মই তাকে মনে করিয়ে দেয় বারবার।
একাত্তরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় পালা কুকুরটি আমাদের এগিয়ে দিয়েছিল
এক মাইল পথ, তার চোখে ছিল দুফোঁটা অশ্রুর ক্যালাইডোস্কোপ।
বছর পর ডিসেম্বরের ষোলো তারিখে ফিরে এসে দেখি, ওমা, কুকুরটি
বিদায়ের জায়গাটিতেই আমাদের বরণ করছে! চোখে তাঁর আনন্দরূপের ছায়া!
এভাবেই বিদায় আর অভ্যর্থনা একাকার হয়ে গিয়েছিল আমাদের জীবনে।
ফিরে এসেছিলাম আমরা কুকুরটির ভালোবাসায়, আর নিঃসঙ্গতায় বেড়ে ওঠা
পতঙ্গপ্রাণ দূর্বাঘাসের জমিয়ে রাখা সংগীতটির টানে, এই বাংলাভূমিতে,
যেখানে একদা আমরা ছায়া ভেঙে ভেঙে গাছেদের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিলাম!