একটা সময় ছিল যখন বৃষ্টি আমার জন্য অভিশাপ ছিল৷ বৃষ্টি হলেই নানা দুশ্চিন্তায় জীবনযাপন করতাম। তাই সবার পছন্দের বৃষ্টি আমার জন্য খুব অপছন্দের ছিল।
তোমাকে চুম্বনের পর থেকে
আমি আর ঈশ্বরের খোঁজ করি না,
ঈশ্বর এখন খুব কাছেই বাস করেন!
একটা সময় সমুদ্র খুব গভীর মনে হতো
এখন আমি স্পষ্ট তার তলদেশ দেখতে পাই,
সূর্যের দিকে চাইতে গেলে চোখ বুজে আসতো,
এখন তোমার চে’ বেশি রৌদ্রকরোজ্জ্বল লাগে না।
অপার মুগ্ধতায় ভাবি, তোমার জন্ম না হলেই কেবল
চাঁদ নিয়ে কবিতা হতে পারে, নতুবা কিছুতেই নয়!
তোমাকে আলিঙ্গনের পর থেকে
আমি আর ঈশ্বরের খোঁজ করি না,
ঈশ্বর এখন খুব কাছেই বাস করেন।
একটা সময় কৃষ্ণগহ্বর খুব নিরেট মনে হতো
এখন আমি সেখান থেকেও আলো বেরুতে দেখি
অভিকর্ষের প্রভাবে দু’বাহু মেলেও উড়ে যেতে পারি নি
তোমাকে ভর করে এখন দিব্যি উড়ে চলি দিক-দিগন্তে
নিদারুণ করুণা জাগে, তোমার জন্ম না হলেই কেবল
নদী নিয়ে কবিতা হতে পারে, নতুবা কিছুতেই নয়!
তোমাতে বসবাসের পর থেকে
আমি আর ঈশ্বরের খোঁজ করি না,
ঈশ্বর আমার খুব কাছেই বাস করেন।