প্রাপকের যে নাম ছিলো তা তোমার দেওয়া প্রিয় নাম।
Published : 13 Sep 2024, 01:22 PM
প্রেমপাখি
প্রস্ফুটিত ফুলের সফল কৃতিত্বের অমিয় ফল
চেয়ে আছি, দেখো প্রেমময় চোখে।
রূপরস-গন্ধে এ বোধিবৃক্ষ টালমাটাল;
ছুঁয়ে যাও প্রেমপাখি প্রিয় পালকের প্রণয়ে।
চিরবসন্তের কূজনে কোলাহল তল্লাটে
চুমে যাও ঠোঁট অধরের পাশে
জাগিয়ে দাও কামনার কম্পন।
আদিগন্ত ওড়া পাখি জিরিয়ে নাও
জীবনের সঞ্চয় হোক বরাতে।
অধীর অপেক্ষার অবসান ঘটাও
নিমগ্ন করে অন্তরে অন্তর। টইটুম্বুর রস
শরাবের মৌসুম খোঁজে পাখিস্নান ঘাটে।
অবগাহনের প্রহর ঘনিয়ে আসুক এক জ্যোৎস্নাজ্বলা রাতে। পাখিগানের তীব্র অপেক্ষায় মোহফল জাগে
পৃথিবীর প্রতিটি প্রভাতে।
বৃষ্টি
ছুঁয়ে যাওয়া বৃষ্টি দিয়ে গেলো চিঠি।
প্রেরকের ঠিকানায় তোমার নাম ছিলো না।
শুধু ছিলো চেনা সে সৌরভ।
প্রাপকের যে নাম ছিলো তা তোমার দেওয়া প্রিয় নাম।
ডাক নাম ধরে ডেকে বৃষ্টি বলে গেলো
এরপর আর আশায় জেগে থেকো না
যে পথে এসেছি তা বড়ই নির্মম।
বাতাস আর মেঘ দেখেই ভেবনা সে ফিরবে;
দরজা ভেঙে গেলে
আসা না আসা সমান...