সেঁজুতি জাহানের ‘পরিচয়’ ও ‘ত্রিভঙ্গ মুরলী’

সেঁজুতি জাহানের দুটি কবিতা

সেঁজুতি জাহানসেঁজুতি জাহান
Published : 1 August 2022, 08:26 AM
Updated : 1 August 2022, 09:34 AM

পরিচয়

প্রতিদিন আমরা

ভাতের সঙ্গে ভালো রান্নার মাছ খাই

মাংস খাই চর্বি ছাড়া রানের সিনার

বিষ দেওয়া ফল অথবা ফাস্ট ফুড

অর্গানিক প্রবর্তনা খাই

বর্জ্য সব বিনে ফেলি

বর্জ্য সব গাড়িতে পার হয়

কোথায় যায়?

তবে

যেতে যেতে রেখে যায়

বাতাস ভারি করা

কিছু স্মৃতি

আমরা অফিসে যাই

যেতে যেতে মুতে দেই নিজেদের আরাধ্য এই অভিনব শহরের মুখে

আমরা গন্ধওয়ালা নেংটি কুকুর দেখে তাড়া করি

আমরা গাড়ি ভাড়া করি

চড় কষি দুর্বলের চোয়ালে

আমরা ঘাম ঝরাই

আমরা নাম কামাই

আমরা হাঁটা না শিখতে পেরেও

হাঁটা শুরু করি, পারলে দৌড়াই

আমরা কথা বলি

বর্শার ফলার চেয়েও

সূক্ষ্মভাবে কাটি

কাটাকাটি খেলার

মতো যুক্তির ঘর তৈরি করি

হেরে যাওয়ার কান্না শুকাই

দিনরাত টাকা বিকোতে থাকি

ছাই হয়ে যাওয়া কাগজের পাছায় ঢালি

আমরা যে পাতে খাই

সে পাতেই হাগি

ত্রিভঙ্গ মুরলী

রাধার

কানু বিনে গীত ছিল না আগে এখন রাধা সুর চেনে না

অনাসৃষ্টির রাগে

আঁধার

রাতে কদম কালো হিজল কালো লাগে

হৃদয় যার অমানিশা রঙ কি সেথায় জাগে

বাজার

করে ঘরে ফেরেন কানাই

রাধার অভিশাপে তিনি বাজিয়েছিলেন সানাই

রাজার

কাছে সবাই হলো প্রজা

প্রেম সেখানে আস্ত খবিস দূর থাকাতেই মজা