[এক]
দৃশ্যান্তরে চলে গেছে মহানগরীর ধুলায় আকীর্ণ গোলাপ
ছায়াপথ সে তো এখন দৃষ্টির ভ্রান্তি
দূরে কোলাহলরত জলে ভেসে যায়
ঘাটে বাঁধা খেয়ার প্রতিচ্ছবি
রাতের সুষুপ্তিতে তোমার শিশুসন্তানেরা ঘুমিয়ে আছে
তুমি যেন ঘুমের গভীরে ঘুমিয়ে না পড়ো
সময়ের উদ্গম আছে জেনে
আমি শরীরের সব বর্ম খুলে রাখি
নিউইয়র্ক, ভোর ২:৪০, জুন ০১, ২০২২
[দুই]
পেরিয়ে এসেছি গৃহযুদ্ধ, আর সর্পদংশনের স্মৃতি
নয় সে অনতিদীর্ঘ কাল
মৃত্যু নিতান্তই সারল্যের প্রতিচ্ছবি
প্রিয়জনের সাথে বিচ্ছেদ সেই তো শ্মশান
পরিব্যাপ্তিতে প্রজ্বলিত অগ্নি, অবশেষে ছাই
ধুলায় আকীর্ণ হে আমার আদুরে গোলাপ
তুমিই তো মহাকাল—
আমার অনতিক্রম্য সময়
নিউইয়র্ক, ভোর ১২:০১, জুন ০২, ২০২২
[তিন]
সাকারে আমি বন্ধুহীন,
নিরাকারে আছে আমার তাবৎ পৃথিবী
স্মৃতি অতিক্রান্তি
আমার আছে রাতের অগম্য পাহাড়, আর
ধুলায় আকীর্ণ সেই রঙিন গোলাপ
যার সাথে ভেসে যায় দেশ, মহাদেশ, আর রাতের পৃথিবী
জীবনের সকল অসমাপ্তিতে পড়ে থাকে
আমিহীন আমার অর্ধদগ্ধ অবয়ব
নিউইয়র্ক, ভোর ১২:৪০, জুন ২৭, ২০২২
[চার]
আমার শিশু সন্তানেরা ঘুমিয়ে গেলে
কীসের অস্ফুট গুঞ্জন জেগে ওঠে চারিদিকে
ঘুমের গভীরে কার হত্যাকারী, আমি
গ্রেফতারী পরোয়ানা নিয়ে ঘুরি…
তবু জন্মান্তর শিখিনি,
তবে স্মৃতি অতিক্রান্তি এইসব কীসের স্মৃতি
আমার কঙ্কাল করোটি জুড়ে মহাকালব্যাপী
জেগে থাকে লাল গোলাপের পাপড়ি…
নিউইয়র্ক, ভোর ১:৫০, জুলাই ৩, ২০২২
[পাঁচ]
আমি সব ফুলের মর্ম ভুলে
ধুলায় আকীর্ণ লাল গোলাপের দিকে চেয়ে থাকি
নৈবেদ্যে ঝরেছে শুভ্র শেফালি
রজনীগন্ধা নিয়ে গেছে কতশত রাত উদ্ভ্রান্তির
মহানগরীর ধূলি নিয়ে অবয়বহীন আমি
ইঁদুরের সাথে রাতভর জেগে আছি, আর
স্বপ্ন অতিক্রান্তি কঙ্কাল করোটি জুড়ে এই যে
লাল গোলাপ, সেদিকেই আমার দৃষ্টির ভ্রান্তি…
নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৫০, জুলাই ৮, ২০২২
[ছয়]
তোমার পানশালায় যে বিপুল তরঙ্গ আর অস্থিরতা
তা এখন আর আমার বৃত্তের পরিধিকে স্পর্শ করে না
নিজ আকাঙ্ক্ষায় আমরা বেপরোয়া স্বাধীন
আর আপন ঔজ্জ্বল্যে অস্থির
একদিন আমি হব কঙ্কাল করোটি
নক্ষত্রের আলোয় উদ্ভাসিত আমার চোখের গহ্বর
খুঁজে ফিরবে তোমাকেই, যে তুমি ছিলে আদুরে গোলাপ
তারই জন্য প্রভু কখনো অর্হত্ত্ব লাভের জাগৃতি জাগেনি…
নিউইয়র্ক, ভোর ৫:৪০, জুলাই ৯, ২০২২
আমার শিশু সন্তানেরা ঘুমিয়ে গেলে
কীসের অস্ফুট গুঞ্জন জেগে ওঠে চারিদিকে
ঘুমের গভীরে কার হত্যাকারী, আমি
গ্রেফতারী পরোয়ানা নিয়ে ঘুরি…
তবু জন্মান্তর শিখিনি,
তবে স্মৃতি অতিক্রান্তি এইসব কীসের স্মৃতি
আমার কঙ্কাল করোটি জুড়ে মহাকালব্যাপী
জেগে থাকে লাল গোলাপের পাপড়ি…