মোটরসাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরার তালা মহিলা কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন।আহত হন একজন।
Published : 16 Jan 2013, 12:01 PM
বুধবার এ দুর্ঘটনায় নিহত হন আবদুর রাজ্জাক (৪৫)।আহত অপর শিক্ষক চিত্ত রঞ্জনকে (৪৭) খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেলটির চালক চিত্ত রঞ্জন বলেন, প্রতিদিনের মতো তারা একসঙ্গে তালা কলেজ থেকে খুলনার বাসায় ফিরছিলেন। চালানোর এক পর্যায়ে তার একটু ঝিমুনি আসে।
বেলা ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ার মাঝের ভেড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছে জোরে ধাক্কা দেয়। তখন পেছনে বসা সহকর্মী আবদুর রাজ্জাক ছিটকে পড়ে গাছে আঘাত পান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি।