নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
Published : 23 Mar 2013, 06:13 AM
পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার পাঙ্খার বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।
নিহত আবদুস সামাদ (২৮) সুবর্ণচরের মনোহরী ব্যবসায়ী ছিলেন। তিনি জেলা সদর থেকে মালামাল নিয়ে সুবর্ণচরে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই সামাদ মারা যায়। চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চর জব্বার থানার ওসি মোশাররফ হোসেন তরফদার।