“আমি একজন ব্যাংকার হিসেবে সবসময় চাই-তথ্য সঠিক হোক,” বলেন মোশাররফ হোসেন।
Published : 19 Nov 2024, 10:13 PM
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ইসলামিক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, এ সংবাদমাধ্যম ছাড়া তার দিনই চলে না।
মঙ্গলবার রাতে রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত ১৮ উদযাপনের এ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি একজন ব্যাংকার হিসেবে সবসময় চাই-তথ্য সঠিক হোক। এমন খবর পড়তে চাই-যা অন্য কোথাও যেন আবার দেখতে না হয়। বিডিনিউজ টোয়েন্টিফোরের সব খবর বস্তুনিষ্ঠ হয়।’’
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপক বলেন, “এখন তো মোবাইল সবসময় হাতের কাছেই থাকে। অর্থনীতির খবর, বিশ্লেষণ দেখতে আমি বিডিনিউজ টোয়েন্টিফোরেই ভরসা করি।
‘‘প্রতিষ্ঠার ১৮ বছর উপলক্ষে আমি দেশের প্রথম অনলাইন সংবাদপত্রটির আরও সাফল্য কামনা করি।’’
অনেক প্রথমের জন্ম দেওয়া এ সংবাদমাধ্যমের শুরুটা হয়েছিল ২০০৫ সালের প্রথমার্ধে। অন্যান্য বার্তা সংস্থার মত ‘বিডিনিউজ’ তখন সংবাদ মাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ এ কাজ শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এর খোল-নলচে বদলে যায়। সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা। বাংলাদেশে ডিজিটাল সংবাদ যুগের সূচনা তখনই।