নিলক্ষায় গ্রামবাসীর হামলায় ৬ পুলিশ আহত

ওরসে বাধা দেওয়ায় নরসিংদীতে গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ সদস্য টেটাবিদ্ধ হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 02:20 PM
Updated : 15 Jan 2017, 02:25 PM

রোববার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের শুটকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আলম জানান।

আহতরা হলেন, রায়পুরা থানার এসআই রইজুল আলম (৪৮), কনস্টেবল এসএম মালেক (২৭), কাজী শাজাহান (৪৫), রাসেল মিয়া (২২), আবদুর রহিম (২৪) ও আকাশ।

তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক মাজহারুল বলেন, আধিপত্যকে কেন্দ্র করে নিলক্ষা ইউনিয়নে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ ঘটনায় এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। 

“রোববার বেলা সাড়ে ৩টার দিকে শুটকিকান্দা গ্রামের লোকজন বিনা অনুমতিতে খালেক শাহ’র ওরস শুরু করে। সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ আহত হয়।”