নরসিংদীতে দুই চেয়ারম্যান সমর্থকের সংঘর্ষে টেটাবিদ্ধ ১৫

নরসিংদীর রায়পুরার একটি ইউনিয়নে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন টেটাবিদ্ধ হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2016, 02:14 PM
Updated : 18 Dec 2016, 02:14 PM

রোববার দুপুরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক এবং পরাজিত ও সাবেক চেয়াম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে আহত নাম জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর এই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহত হন, আহত হন চার পুলিশ সদস্য। ওই দিন ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ, ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

ওসি আজহারুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাজুল ইসলাম ও আবদুল হকের সমর্থকরা বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন টেটাবিদ্ধ হন।

“সংঘর্ষ চলাকালে নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।