জাবিতে সাংবাদিক মারধরে ছাত্রলীগের ৩ জন বহিষ্কার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 03:59 PM
Updated : 27 June 2016, 04:08 PM

এছাড়া ঘটনাটির অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান ।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো, সহ সম্পাদক ইকরামউদ্দিন অমি ও কর্মী ইকরাম নাহিদ।

তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

গত ৮ জুন রাতে এক নারীকে অপহরণ চেষ্টায় বাধা দেওয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামের ওপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী।

ওই রাতেই মহিতোষ রায় টিটুকে সাময়িক বহিষ্কার করে ছাত্রলীগ।

নিবন্ধক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিক শফিককে মারধরের ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

“ঘটনার অধিকতর তদন্তের জন্য প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।”

এছাড়াও গত ৪ জুন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু রায়হানকে মারধরের ঘটনায় আরও দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।