জাবিতে সাংবাদিক পেটানো নেতাকে বহিষ্কার ছাত্রলীগের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সংবাদকর্মীকে মারধরের পর সংগঠনের এক নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2016, 07:50 AM
Updated : 9 June 2016, 10:34 AM

বহিষ্কৃত মহিতোষ রায় টিটু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তিনি।

মহিতোষসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী বুধবার রাতে ক্যাম্পাসের মধ্যে এক ছেলে ও এক মেয়েকে ধরে নিয়ে মারধরের সময় তাদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম।

মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত শফিকুল বর্তমানে সাভারের এনাম মেডিকেলে ভর্তি আছেন।

ওই ঘটনার পর রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মহিতোষকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।

শফিককে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরেবিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শিগগির এ ঘটনার বিচার দাবি করেন তারা।  

বিভাগের শিক্ষক রাকিব আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার বিচার করতে না পারলে ক্যাম্পাসে সাংবাদিকতা বন্ধ করে দেওয়া উচিত।”

এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।