জাবিতে বিডিনিউজ টোয়েন্টিফোরের সংবাদকর্মীকে ‘ছাত্রলীগের’ মারধর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের একদল কর্মী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2016, 07:12 PM
Updated : 9 June 2016, 08:05 AM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সাংবাদিক জানিয়েছেন।

আহত শফিকুল ইসলামকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এক ছেলে ও এক মেয়েকে ধরে ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তা চৌকিতে নিয়ে আসে ছাত্রলীগ কর্মীরা। এক পর্যায়ে তাকে মারধর করতে থাকে।

“খবর পেয়ে সেখানে আমি উপস্থিত হয়ে তাকে বাঁচাতে চাইলে আমার সঙ্গে ছাত্রলীগ নেতা মহিতোষ টিটুর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তারা লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে।”

মহিতোষ টিটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী হাসান আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ১০টার দিকে মহিতোষ টিটুসহ অন্তত ৮/১০ ছাত্রলীগ কর্মী শফিককে লোহার রড দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে চলে যায়। সাংবাদিকরা প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।” 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. তপন কুমার সাহা বলেন, “বিষয়টি শুনেছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কথা বলতে মহিতোষ টিটুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

পরীক্ষা নিরীক্ষা শেষে সাংবাদিক শফিকের জখমের ব্যাপারে জানা যাবে বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ জরুরি বিভাগে চিকিৎসক এম আকাশ।

হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার রাতে সংগঠনের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী এক যৌথ বিবৃতিতে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।