উপাচার্যের আশ্বাসে জাবি সাংবাদিকদের অবরোধ স্থগিত

সহকর্মীকে মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উপাচার্যের আশ্বাস মেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অবরোধের কর্মসূচি স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 06:57 AM
Updated : 25 June 2016, 11:39 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার রাতে উপাচার্যকে স্মারকলিপি দেন সাংবাদিকরা। স্মারকলিপিতে আজ দুপুর ১টার মধ্যে ব্যবস্থা না নিলে সিনেট অধিবেশন অবরোধের আল্টিমেটাম দেন তারা। 

পরে দুপুরে এ বিষয়ে আলোচনার জন্য সাংবাদিক প্রতিনিধিদের নিজ বাসভবনে ডেকে নেন উপাচার্য ফারজানা ইসলাম।

তিনি সাংবাদিক প্রতিনিধিদের জানান, রোববার সকাল ১০টায় সাংবাদিক শফিককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

“আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছি। তোমরা আমাদের ওপর এই আস্থাটুকু রাখতে পারো” বলে সংবাদকর্মীদের অশ্বস্ত করেন তিনি।

উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টায় প্রশাসনিক ভবনের সামনে অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন।

তিনি বলেন, “উপাচার্য মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আজকের অবরোধ কর্মসূচি স্থগিত করলাম। কিন্তু এ বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গড়িমসি লক্ষ্য করলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।”

গত ৮ জুন রাতে এক নারীকে অপহরণ চেষ্টায় বাধা দেওয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামের ওপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী।