রাবি শিক্ষক হত্যা: ইমাম ও মাদ্রাসা শিক্ষক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 07:37 AM
Updated : 26 April 2016, 07:37 AM

Also Read: সহকর্মী, ছাত্রদের চোখে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী

Also Read: রেজাউল হত্যায় আটক যুবক শিবির নেতা

Also Read: রেজাউল হত্যা মামলা ডিবিতে, যুবক আটক

Also Read: মানববন্ধন, প্রতিবাদী আল্পনায় শিক্ষক হত্যার বিচার দাবি

Also Read: রাবিতে এক যুগে চার শিক্ষক খুন

Also Read: রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

Also Read: অধ্যাপক রেজাউল হত্যায় মামলা

Also Read: অধ্যাপক রেজাউল হত্যায় জঙ্গিরা, ধারণা পুলিশের

Also Read: অধ্যাপক হত্যা: আন্দোলনে রাবি শিক্ষক সমাজ

Also Read: ক্ষোভ, প্রতিবাদে স্তব্ধ রাবি

Also Read: রাবিতে মঙ্গলবারও ক্লাস বর্জনের ঘোষণা

Also Read: আলু-পটল বেচলে তিনি খুন হতেন না: অধ্যাপক রেজাউলের স্ত্রী

Also Read: রাবি অধ্যাপক হত্যা: প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত  

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এরা হলেন বাগমারায় তার নিজ গ্রামের দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)।

রায়হানের বাড়ি বাগমারার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি একই উপজেলার খাজাপাড়া গ্রামে।

এ নিয়ে এ ঘটনায় তিনজনকে আটক করা হলো। এর আগে ইসলামী ছাত্র শিবিরের নগরীর এক ওয়ার্ড নেতাকে আটক করা হয়।

এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী (ফাইল ছবি)

পুলিশ কমিশনার শামসুদ্দিন বলেন, অধ্যাপক রেজাউল কমির সিদ্দিকী তার নিজ গ্রাম দরগামাড়িয়ায় একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। তাই তিনি ওই গানের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করেন।

“এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে নিয়ে আসা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রাম খাজাপাড়ার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে।”

এর আগে শনিবার রাতে আটক করা হয় হাফিজুর রহমান নামের এক শিবির নেতাকে। নগরীর ছোটবোনগ্রাম এলাকার বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়।

হাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি।

শনিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে হামলাকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে।

নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করার পর গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।