ঢাকা এলেও আলাদাই থাকছেন মমতা

নরেন্দ্র মোদীর সঙ্গে রওনা না হয়ে একদিন আগে ঢাকায় না আসার সিদ্ধান্ত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 01:48 PM
Updated : 2 June 2015, 03:16 PM

এখন জানা গেছে, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী যে হোটেলে থাকছেন, সেই হোটেলেও উঠছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আগামী ৬ জুন প্রথম বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদী। কলকাতা থেকে মমতা আসছেন একদিন আগেই।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দরের কাছে রেডিসন হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ব্যবস্থা করা হয়েছে।

সফরসঙ্গীদের নিয়ে নরেন্দ্র মোদী থাকবেন সোনারগাঁও হোটেলে।

কী কারণে মমতার জন্য আলাদা ব্যবস্থা- জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই  কর্মকর্তা বলেন, “এটাই তার ইচ্ছা।”

ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা ছিল।

শেষ মুহূর্তে মমতা ঢাকা সফর নিশ্চিত করলেও সাংবাদিকদের জানান, তিনি ৫ জুন ঢাকায় এসে ৬ জুনই ফিরে যাবেন।

অর্থাৎ নিজ দেশের প্রধানমন্ত্রীর সফরের একদিন আগে তিনি আসবেন, আবার ফিরবেনও প্রধানমন্ত্রী ফেরার আগের দিন। 

চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মমতা।

সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি।

এই বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফরে এসে মমতা বাংলাদেশের স্বার্থ রক্ষার দিকটি দেখার আশ্বাস দিলেও তিস্তায় রাজি হওয়ার বিষয়ে কোনো অবস্থান জানাননি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কয়েকদিন আগেই জানান, মোদীর এবারের সফরে তিস্তা চুক্তি সই হচ্ছে না।

সাবেক কংগ্রেস নেত্রী মমতার দল তৃণমূল কংগ্রেস এক সময়ে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও এখন তাদের সম্পর্ক অনেকটাই সাপে-নেউলে। বিজেপি নেতা মোদীর কঠোর সমালোচক তিনি।

তবে সাহারা কেলেঙ্কারিতে জড়িয়ে মমতার দলের কয়েকজন নেতাকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আটক করার পর মমতা চাপে রয়েছেন।