সিরাজগঞ্জে পেট্রোল বোমায় নিহত ১, দগ্ধ ৫

বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে সিরাজগঞ্জে একটি অটোরিকশায় পিকেটারদের পেট্রোল বোমা হামলায় এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 04:37 PM
Updated : 31 Jan 2015, 05:41 PM

শনিবার রাতে শহরের রামগাতি এলাকায় এই হামলায় চালকসহ আরও পাঁচজন দগ্ধ হয়েছে।

নিহত গনেশ চন্দ্র দাস (৩৫) শহরের বানিয়াপট্টির ইন্দ্রলাল দাসের ছেলে।

সদর থানার এ এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে কড্ডার মোড়ে যাওয়ার পথে দুবৃর্ত্তরা অটোরিকশাটিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।

এতে গণেশসহ আহত ছয় জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে গনেশের মৃত্যু হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল কাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গনেশের শরীরে পোড়া চিহ্ন না থাকলেও তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দগ্ধ বাকি পাঁচ জনের মধ্যে গুরুতর চালক আলমাস হোসেন (৩০) ও সায়েমকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়া আবু সাঈদ (৩৫), সুবির কুন্ডু (৪০) ও রকিবুল ইসলাম (৫৫) সিরাজগঞ্জ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।