‘আটক’ অন্যদেরও ছেড়ে দিন: সরকারকে খালেদা

পরিবেশ আইনজীবীর স্বামী এ বি সিদ্দিককে সরকারের আটকের পেছনে সরকারের হাত ছিল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 06:33 PM
Updated : 19 April 2014, 06:33 PM

“এই ভদ্রলোককে ছেড়ে দিয়ে সরকার একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে,”  বলেছেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী সিদ্দিককে বুধবার দুপুরের পর অজ্ঞাত দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ থেকে তুলে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা ছেড়ে দেয় জানিয়ে এ বি সিদ্দিক বলেছেন, তিনি কাউকে চিনতে কিংবা তাদের পরিচয় বুঝতে পারেননি।

শনিবার শ্রমিক দলের কাউন্সিলে খালেদা বলেন, সারাদেশের মানুষ সোচ্চার হওয়ার পাশাপাশি বিশ্বের নানা স্থান  থেকে প্রতিবাদ আসায় তাকে ‘ছেড়ে’ দেয়া হয়েছে।

“তা না হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হত, কেউ সেই আন্দোলন ঠেকাতে পারতো না,” বলেন বিএনপি চেয়ারপারসন।

দুই বছর ধরে নিখোঁজ এম ইলিয়াস আলীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এখনো ইলিয়াস আলী সন্ধান নেই। তাকে ছাড়া হয়নি।

“সরকারকে বলব- এখনো সময় আছে, যাদের আটকে রেখেছেন, তাদের ছেড়ে দিন।”

২০১১ সালে ১৭ এপ্রিল রাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস। বনানীতে তার গাড়ি পাওয়া গেলেও তাকে কিংবা গাড়িচালক আনসার আলীকে আর পাওয়া যায়নি।

ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপির দাবি।

“গুম-খুনের হিসাব আমাদের কাছে আছে। প্রতিনিয়ত আপনারা মানবতাবিরোধী কাজ করছেন। এসবের জবাব একদিন দিতে হবে,” সরকারকে সতর্ক করে বলেন খালেদা।