রাঙামাটিতে অপহৃত দুই যুবককে উদ্ধার

অপহরণের পাঁচ দিনের মাথায় রাঙামাটির সংগীতশিল্পী সৌরভ চাকমা ওরফে টিনটিন ও তার বন্ধু রিকি দেওয়ানকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 08:08 PM
Updated : 18 April 2014, 08:22 PM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার নানিয়ারচর-মহালছড়ি উপজেলার মধ্যবর্তী হেঙ্গেলছড়ি এলাকার মেজর পাড়া বৌদ্ধ বিহারের কাছে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

টিনটিনের স্ত্রী ত্রিমিদা চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়ার পর তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। তারা দুজন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন।

সোমবার খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফেরার পথে রাঙামাটি-মহালছড়ি সড়কের হেঙ্গেলছড়ি এলাকা থেকে সিএনজি অটোরিকশার গতিরোধ করে সৌরভ ও তার বন্ধু রিকিকে অপহরণ করে দুর্বৃত্তরা।

মুক্তিপণ হিসেবে দুই লাখ ডলার (১ কোটি ৬০ লাখ টাকা) দাবি করে অপহরণকারীরা।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আগেই উদয়ন চাকমা ও রুপেন্দু চাকমা নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  

অপহৃত টিনটিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুজিত চাকমার ছেলে এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমার জামাতা।

পুলিশ জানায়, উদ্ধারের পর শারীরিক পরীক্ষার জন্য দুজনকে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।