ইসরায়েলিদের অস্ত্র বহনের পথ সুগম করছে নেতানিয়াহু সরকার

অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে গত দুই দিনে দুটো ভিন্ন সহিংসতার ঘটনার পর ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 05:19 PM
Updated : 29 Jan 2023, 05:19 PM

ইসরায়েলিদের জন্য বন্দুক বহনের পথ সুগম করতে কিছু পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে গত দুই দিনে দুটো ভিন্ন সহিংসতার ঘটনার পর ইসরায়েল এ পদক্ষেপ নিল।

ইসরায়েলের কট্টর-ডাপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির জেরুজালেম হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেছেন, “সাধারণ নাগরিকদের হাতে বন্দুক থাকলে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের আগে এ বিষয়ে খুব দ্রুতই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিলন।

ইসরায়েলের সেনাবাহিনীও বলেছে, তারা অধিকৃত পশ্চিম তীরে সেনা সংখ্যা আরও বাড়াবে।

ওদিকে, রোববার ইসরয়েলের গোটা মন্ত্রিসভা নতুন পদক্ষেপগুলো বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বলেছে, নতুন পদক্ষেপগুলোর মধ্যে ‘সন্ত্রাসীদের পরিবারের সদস্যদের, যারা সন্ত্রাসকে সমর্থন করে তাদের স্যোশাল সিকিউরিটি অধিকার’ কেড়ে নেওয়া হবে।

গত মাসে ইসরায়েলের নতুন সরকার দায়িত্ব নিয়েছে। দেশটির ইতিহাসে এ সরকারই সবচেয়ে ডানপন্থি।

এ সরকার দায়িত্ব নেওয়ার পরই পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপন জোরদার করাকে অগ্রাধিকার দিয়েছে। এতে সেখানকার ফিলিস্তিনিরা আতঙ্কিত এবং বামপন্থি ইসরায়েলিরাও শঙ্কায় আছেন।

গত শুক্রবার পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে গুলিতে ৭ জন নিহত হয়। পূর্ব জেরুজালেমের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে অভিযান চালিয়ে কমপক্ষে ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এ মাসেই কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েইল এবং ফিলিস্তিনের মধ্যে সম্প্রতি টান টান উত্তেজনা বিরাজ করছে।