মারিউপোলে রাশিয়ার হত্যাকাণ্ড নিয়ে পোস্ট, রুশ সাংবাদিকের কারাদণ্ড

গত বছর মার্চে মারিউপোলের একটি থিয়েটারে বিমান হামলা চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করে রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 02:38 PM
Updated : 15 Feb 2023, 02:38 PM

ইউক্রেইনে একটি থিয়েটারে রাশিয়ার বিমান হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন রুশ সাংবাদিক মারিয়া পোনোমারেঙ্কো। যার জেরে তাকে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউক্রেইনে রুশ আক্রমণ নিয়ে ভিন্নমত স্তব্ধ করার লক্ষ্যে রাশিয়ায় নতুন একটি আইন প্রবর্তন করা হয়েছে। এ আইনের অধীনেই পোনোমারেঙ্কোর বিচার করা হয়। পাঁচ বছরের জন্য তাকে সাংবাদিকতায় নিষিদ্ধও করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত বছর মার্চে মারিউপোলের ওই থিয়েটারে বিমান হামলায় কয়েকশ মানুষ নিহত হন। হামলার সময় সেখানে প্রায় ১২শ বেসামরিক মানুষ আশ্রয় নিয়ে ছিলেন।

মার্চের ওই হামলার পর পোনোমারেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাশিয়ার যুদ্ধবিমান ওই হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার দায় অস্বীকার করেছিল।

পরের মাস এপ্রিলের শেষ দিকে পোনোমারেঙ্কো আটক করা হয়।তিনি ইউক্রেইন যুদ্ধের সমালোচনা করা রাশিয়ার ভিন্নমতাবলম্বীদের একজন।

মারিউপোলের ওই থিয়েটারে হামলার পর ইউক্রেইন কর্তৃপক্ষ বলেছিল, সেখানে প্রায় তিনশ মানুষ নিহত হয়েছেন বলে তাদের বিশ্বাস।

কিন্তু পরে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, সেখানে প্রায় ছয়শ মানুষের মৃত্যু হয়েছে। থিয়েটারের বেজমেন্টে অনেকগুলো মৃতদেহ পাওয়া যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংস্থা এটিকে রুশ বাহিনীর যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে।

এ ঘটনা নিয়ে পোনোমারেঙ্কোর পোস্টকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরেুদ্ধে ‘ইচ্ছা করে মিথ্যা তথ্য’ ছড়ানো, বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রায় ঘোষণার আগে অবশ্য পোনোমারেঙ্কো দৃঢ় কণ্ঠে বলেছেন, রাশিয়ার সংবিধান অনুযায়ী তিনি কোনো ভুল করেননি।

তিনি বলেন, ‘‘আমি কী সত্যিকারের কোনো অপরাধ করেছি, করে যদি থাকি তাহলে কেবল নত হওয়ার কথা বলা সম্ভব। তারপরও বলছি, আমার নৈতিকতাবোধ এবং নৈতিক গুণাবলীর কারণে আমি সেটা করব না।”

নিজেকে দেশপ্রেমী এবং শান্তিবাদী ভিন্নমতাবলম্বী বলে বর্ণনা করে তিনি আদালতে তার বক্তব্য এই বলে শেষ করেন যে, ‘‘সব স্বৈরাচারী শাসন ব্যবস্থাতেই পতনের আগে সেটি সবথেকে শক্তিশালী অবস্থানে থাকে।”

এ সাংবাদিকের ছোট দুটি সন্তান রয়েছে এবং কারাগারে থাকার সময় তার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে জানান তার আইনজীবী।

গ্রেপ্তারের পর কারাগারে তার মক্কেলকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন ওই আইনজীবী।