পুলিশ বলেছে, ওই পর্বতারোহী বিরল এক সৌভাগ্যবান ব্যক্তি।
Published : 06 Feb 2024, 08:09 AM
নিউ জিল্যান্ডে পর্বতারোহণের সময় ৬০০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে গেছেন এক পর্বতারোহী। সামান্য চোট পাওয়া ছাড়া বড় কোনো ক্ষতিও হয়নি তার।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি নর্থ আইল্যান্ডের তারানাকি পর্বতে আরোহণের সময় পড়ে যান। বসন্তকালীন আবহাওয়া বিরাজ করায় জমাট বরফ কিছুটা নরম হয়ে ছিল। সেই নরম বরফের ওপর পড়েই তিনি বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলেছে, ওই পর্বতারোহী বিরল এক সৌভাগ্যবান ব্যক্তি। কারণ, যে উচ্চতা থেকে তিনি পড়েছেন, সেটি সৌদি আরবের মক্কা ক্লক রয়্যাল টাওয়ারের সমান উঁচু স্থান। এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।
গত শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে। তখন মাউন্ট তারানাকিতে পর্বতারোহীদের একটি দলের সঙ্গে ছিলেন ওই ব্যক্তি। পরে দলের অন্যান্যরা দেখেন তাদের একজন নেই। এরপর তাকে খুঁজতে দলের একজন সদস্য নিচের দিকে নামেন। পরে তারানাকি পর্বতের উদ্ধারকারী দলের এক সদস্যের সহায়তায় দুর্ঘটনাকবলিত ওই পর্বতারোহীকে খুঁজে পাওয়া যায়। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)