তাজিকিস্তানে তুষার ধসে মৃত্যু বেড়ে ১৫

তুষার ধসের কারণে দেশটির পূর্বাঞ্চলের কয়েকশত পরিবার তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2023, 08:52 AM
Updated : 16 Feb 2023, 08:52 AM

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। 

এই নিয়ে পূর্বাঞ্চলে গত দু’দিনে তুষারধসে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা।

এসব তুষার ধসের কারণে ওই অঞ্চলের কয়েকশত পরিবার তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ তুষারধসের ঘটনা দেশটির গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চলে ঘটেছে, এই অঞ্চলটির সঙ্গে চীন ও আফগানিস্তানের সীমান্ত আছে।

এই অঞ্চলের বিপজ্জনক এলাকাগুলো থেকে চার শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, তুষারধসে ঘরবাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এ কারণে সব আন্তর্জাতিক রুটে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

গোর্নো-বাদাখশানের প্রাদেশিক রাজধানী খোরোগের মেয়র শহরটির ৩০ হাজার বাসিন্দাকে ভারি তুষারপাত ও বৃষ্টির মধ্যে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।