নিউ ইয়র্কের নর্দমার পানিতে মিলল পোলিও ভাইরাস

এ থেকে ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ারই আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 06:16 PM
Updated : 12 August 2022, 06:16 PM

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা নিউ ইয়র্কের নর্দমার পানিতে পোলিও ভাইরাস শনাক্ত করেছেন।

নগরীর উত্তরের রকল্যান্ড কাউন্টিতে এক পোলিও রোগী সনাক্তের কয়েক সপ্তাহ পর নর্দমায় এই ভাইরাসের সন্ধান মিলল।

এতে ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ারই আলামত পাওয়া যাচ্ছে বলে শুক্রবার জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কর্তৃপক্ষ নিউ ইয়র্কবাসীদের যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এক টুইটে রাজ্যের স্বাস্থ্য বিভাগ বলেছে, “পোলিও ভাইরাস রোগীর প্যারালাইসিস এমনকী মৃত্যুও ডেকে আনতে পারে। তাই আমরা নিউ ইয়র্কবাসীদের টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিশনার ড. মেরি বাসেট বলেছেন, “নর্দমার পানিতে পোলিওভইরাস পাওয়াটা বিস্ময়কর নয়, তবে উদ্বেগজনক। শিশু এবং বড়দের সবাইকে সুরক্ষিত রাখার উপায় হল কার্যকরভাবে টিকাকরণ।”

গত ২১ জুলাইয়ে নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে একজন পোলিও আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছরের মধ্যে সেটিই ছিল প্রথম পোলিও রোগী।

রকল্যান্ড কাউন্টির ওই খবর প্রকাশের এক মাস আগেই নিউ ইয়র্কের শহরতলীর নর্দমার পানিতে পোলিও ভাইরাস শনাক্ত হওয়ার কথা এ মাসের শুরুতে জানিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, সেই সময় ভাইরাসটি সক্রিয়ভাবে নিউ ইয়র্ক বা দেশের অন্য কোথাও ছড়িয়ে পড়ছে কিনা সেটি তখনও পরিষ্কার ছিল না।

পোলিওর কোনও চিকিৎসা নেই। তবে সেই ১৯৫৫ সাল থেকে চলে আসা পোলিও টিকা নিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লন্ডনের স্বাস্থ্য কর্তৃপক্ষও পোলিওভাইরাসের সন্ধান পেয়েছে।

লন্ডনের বেশ কয়েকটি স্থানে নর্দমার পানিতে এ ভাইরাসের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস। যদিও তারা বলছে, এ ভাইরাসে আক্রান্ত কোনও মানুষ এখনও শনাক্ত হয়নি।

তবে সংক্রমণ ঠেকাতে ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের বুস্টার ডোজ টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস।