পাকিস্তানে কারের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, নিহত ২১

আপার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 07:34 AM
Updated : 8 Feb 2023, 07:34 AM

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে আপার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন।

গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শের খান জানান, দুর্ঘটনায় পড়া বাসটি গিজের থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা কারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

“বাসের ১৬ যাত্রী ও আর কারের ৫ জন প্রাণ হারিয়েছেন,” বলেছেন তিনি।

দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাধীন এলাকায় হলেও গিলগিত-বালতিস্তান পুলিশও দুর্ঘটনাস্থলের আশপাশে উদ্ধার অভিযানে অংশ নেয়।

দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কেবল ২০১৮ সালেই পাকিস্তানের সড়কে প্রাণ হারিয়েছে ২৭ হাজারের বেশি মানুষ।

গত মাসেও কোয়েটা থেকে করাচিগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছিল।